স্টাফ রিপোর্টারঃ
সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ২০২২-২০২৫ ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও সংগঠক স্বাধীন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি অহনা নাসরিন।
সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে শোক প্রস্তাব উত্থান ও নিরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয়।
শুরুতে গত কমিটির সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং বিগতদিনের কার্যক্রম প্রতিবেদন তুলে ধরেন। সংগঠনের নেতৃবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার গত কমিটির সহ-সভাপতি এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটনের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংস্কৃতিজন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ময়মনসিংহের সভাপতি জিয়া উদ্দিন আহমেদ, কমরেড এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মোস্তাফিজুর বাসার ভাষাণী।
৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল তালুকদার, প্রকৌশলী পঙ্কজ পাল, অধ্যক্ষ নুরজাহান পারভীন, প্রাবন্ধিক চাঁন মিয়া ফকির, প্রভাষক উসমান গণি সুমন। সহ-সাধারণ সম্পাদক গবেষক অহিদ রহমান ও সংস্কৃতিকর্মী সবুজ রহমান।
সাংগঠনিক সম্পাদক নাহিদ নিগার সুলতানা, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক সুপ্রিয় শর্মা, আইন ও মানবাধিকার সম্পাদক রবিউল ইসলাম, জন সমাজসেবা সম্পাদক এসএম বিল্লাহ, নারী সম্পাদক নুরুন্নাহার রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুল ইসলাম সেলিম।
কার্যনির্বাহী সদস্য কবি জালাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ভাস্কর সেনগুপ্ত, মোহাম্মদ মোখলেছুর রহমান ভাসানী, সাংবাদিক মাহমুদুল হাসান রতন, সাংবাদিক বাবলী আকন্দ, সাংবাদিক মোঃ আবুল কালাম, সাংবাদিক আরিফুল ইসলাম হাবিব, কবি পারভেজ শিহাব, কবি রাহাতুল রাফি, তরুণ উদ্যোক্তা বিপ্লব দে নিভ, মোঃ রেজাউল করিম বাবু, কবি মৌমিতা পাল, আইরিন সুলতানা, বেতার উপস্থাপক ঋতু ভট্টাচার্য।
সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, কমরেড এমদাদুল হক মিল্লাত, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী।