মোঃ সম্রাট আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
সাংবাদিক জাহিদুজ্জামান দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
বুধবার সকাল দশটায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে হানিফ এমপির বাসায় শুভেচ্ছা বিনিময়কালে তিনি জাহিদুজ্জামানকে অভিনন্দন জানান।
এসময় কুষ্টিয়ার মানুষের কল্যাণ হয় এমন আরো বেশি সংবাদ তৈরি করার আহ্বান জানান হানিফ এমপি। তিনি বলেন, সব সাংবাদিককে দেশপ্রেমিক হিসেবে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। সরকারের সমালোচনা যেমন করতে হবে তেমনি তুলে ধরতে হবে উন্নয়ন কর্মকাণ্ডও।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।