হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
প্রকাশ পেল গীতিকবি সাইফুল বারীর কথায় জনপ্রিয় গায়ক কামরুজ্জামান রাব্বীর নতুন গান। গানের শিরোনাম ‘নিঠুর আচরণ’।
এটি সুর করেছেন এইচ আলামিন ও সংগীত সম্রাট আহমেদ। এমনটাই জানালেন সাইফুল বারী।
তিনি বললেন, রাব্বী ভাই খুবই জনপ্রিয় গায়ক। উনার সাথে এটিই প্রথম কাজ। গানটি খুব ভালো গেয়েছেন তিনি। সবার কাছেই ভালো লাগবে বলে আশা করি।