মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারে ফিটনেস বিহীন গাড়ি আটক করে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার।
এসময় মহাসড়কে চলাচলতরত ফিটনেস বিহীন প্রায় ১৭ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি নগদ এক লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয় সড়ক পরিবহন আইনে। অভিযানে এসময় স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাসড়কে শৃক্সখলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার।
অপরদিকে একই অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ অভিযান পরিচালনা করেন।
এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ১৬ টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।