নিজস্ব প্রতিনিধি:
সার্ক সাংবাদিক ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার’র উত্তর বাড্ডা কার্যালয়ে আজ শনিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চ্যাপ্টার’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলার সঞ্চালনায় সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আবদুর রহমান।
সভায় বাংলাদেশ চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি আগামী বিজয় দিবসের আগেই সকল সদস্যদের সাথে আলোচনা করে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী জানুয়ারিতে দিল্লিতে আন্তর্জাতিক সাংবাদিক কনফারেন্সে অংশগ্রহণসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া দক্ষিণ এশিয়ার আফগানিস্তানসহ বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য এমএ আকরাম, আমিনুল ইসলাম আহাদ, জহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply