আল আমিন রনি, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (২৯ জুলাই) সকাল ১০ টায় সমাবেশে সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইপ্রুচাই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব সুইনুপ্রু চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা।
এছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ পাল, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম শুভ, গুইমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাচিং মারমাসহ উপজেলার ৩টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।