মো. হারুনুর রশিদ, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় সেচ্ছাসেবী সংগঠন রায়পুরা পূর্বাঞ্চল সেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
আজ শনিবার তালুকান্দি শুক্কুরের বাজারে ফ্রেন্ড এন্ড হোপ এর কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুলায়মান কাদের, ইসমাইল হোসেন, আতাউর রহমান, আবদুর রহমানসহ রায়পুরা পূর্বাঞ্চলের স্বেচ্ছাসেবী সদস্যরা।
সংগঠনের সদস্য সূত্রে জানা গেছে, রায়পুরা পূর্বাঞ্চল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে সেচ্ছাসেবী সদস্যদের সহায়তায় পূর্বাঞ্চল এলাকার সব বয়সী মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কার্যক্রমে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ইতিপূর্বেও এই সংগঠনটি বিনামূল্যে
রক্ত প্রদান, খাদ্যসামগ্রী টিউবওয়েল বিতরণসহ সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে।