মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেতাবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র তিন রাস্তার মোড়ে শুক্রবার সন্ধ্যা ছয়টায় নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত হয় ।
পথসভায় সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম খন্দকার কায়সার এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ লিয়াকত আলী ।
নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি চতুর্থবারের মতো আমাকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছেন। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের দাবি আদায়ের জন্য আমার মন্ত্রীত্ব লাগবেনা। সেতাবগঞ্জ পৌরসভাকে গ্রীন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
উক্ত পথসভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল্লাহ প্রমূখ।