মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শিক্ষামূলক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির আয়োজনে প্রতিচ্ছবি ডিজিটালের সৌজন্যে শনিবার দিন ব্যাপী ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষা উৎসব- ২০২৩ আব্দুর রউফ চৌধুরী অডিটোরিয়ামে উদযাপিত হয়।
দিনটিকে ঘিরে ব্যাপক কর্মসূচি পালিত হয়। সকাল ৮ টা ৩০ মিঃ দেয়ালিকা প্রদর্শন, সকাল ৯ টায় – শুভ উদ্বোধনী অনুষ্ঠান, সকাল ৯ টা ৩০ মিঃ বিতর্ক, কুইজ ও রুবিক্স কিউব প্রতিযোগিতা, সকাল ১১ টায় বিজ্ঞান অলিম্পিয়াড, দুপুর ১২.৩০ মিঃ বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর প্রেজেন্টেশন, বিকাল ৩:৩০ মিঃ কেরিয়ার সেশন এবং বিকাল ৫ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির সভাপতি আজাদ আলী জাপানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভ এর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, সহ-সভাপতি শাহ নেওয়াজ জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির আয়োজনে দিন ব্যাপী শিক্ষা উৎসবের বিভিন্ন কর্মসূচিতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। আগামী দিনেও যেন এই আয়োজন অব্যাহত থাকে সে বিষয়ে সাইন্স সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সকলের প্রতি আলোচকগণ আহ্বান জানান।
পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।