তাছলিমা আক্তার, স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীল রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্র্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ নাজমুল হক ভুইয়া মোহন, সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন সহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com