বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে গুরুদাসপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২

এস এম ইসাহক আলী রাজু, নাটোর প্রতিনিধি:

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে গুরুদাসপুরে আনন্দ শোভাযাত্রা। “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু “বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু।
শনিবার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে স্বপ্নের এই সেতুর শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আরেকটি জয়ের স্বাদ উপভোগ করলো বীর বাঙ্গালী জাতি। আর সারা দেশ এই পদ্মা সেতুর উদ্বোধনের উৎসবের আমেজে ভাসছে।

তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে মেতেছে নানা উৎসবে।
শনিবার গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় আনন্দ র্যা লিতে অংশ গ্রহণ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবু রাসেল, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

এছাড়া র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু রাজ কুমার কাশি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, উপলেজা ট্রাক লরী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মিল্টন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, ছাত্র লীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধনসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী সহ নানা শ্রেণি পেশার হাজারো মানুষ।

উৎসবের মধ্যে ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, খাবার পরিবেশন, সুধী সমাবেশ ও বিকেল ৫টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল