মো. মোস্তফা খান:
নরসিংদীর রায়পুরা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে রুপান্তরের লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আবারও ভোট চাইলেন সরকারী তিতুমীর কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক বর্তমান চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।
বুধবার বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙ্গালিনগর মাঠে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়লা কানিজ লাকি এ ভোট প্রার্থনা করেন।
এদিকে, টানা সাতবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির আস্থাভাজন হওয়ায় লায়লা কানিজ লাকীর নির্বাচনী সভায় নেতৃস্থানীয় লোকজনের উপস্থিতি লক্ষণীয়।
মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপনের সভাপতিত্বে মত বিনিময় সভার প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহেমদ পার্থ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, পাড়াতলীর সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।