মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করে দিনটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার তাসমিন জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোমানা আক্তার প্রমূখ।