ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে অভিনব পদ্ধতিতে ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
মঙ্গলবার (০৬ডিসেম্বর) দুপুরে সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ রাজমনী হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তল্লাশী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ০২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের মোঃ সোহাগ (২৪) ও পঞ্চগড় জেলার সদর বশুনিয়া পাড়ার ফয়জুল মিয়ার ছেলে মোঃ মানিক (২৩)। এসময় আসামীদের দখলে থাকা একটি মিনি ট্রাক গাড়ী তাল্লাশী করে ট্রাকের মধ্যে বাঁশের নিচে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ০৩ টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট ১৬.১ (ষোল দশমিক এক) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।