রায়পুরা (নরসিংদী) :
সমস্ত বেধাবেধ ভুলে গিয়ে গিয়ে নৌকায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহবান জানিয়েছেন টানা ছয়বারের সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
শুক্রবার সন্ধায় নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
জনসভায় চরাঞ্চলের ৬টি ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ঢাকঢোল বাজিয়ে জনসভায় অংশ গ্রহন করেন।
জনসভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউনূছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ নেতাকর্মীবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।