বাবার কবরের পাশে শাহিত হলেন বেলাব উপজেলার সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন

শ্রদ্ধা আর ভালোবাসায় বাবার কবরের পাশে শাহিত করা হলো বেলাব উপজেলার সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন কে।
( ৭অক্টোবর) মঙ্গলবার বিকালে বেলাব পাইলট মডাণ মডেল হাইস্কুল মাঠে জানাযা শেষে তার নিজ বাড়ী (বেলাব গাংকুল পাড়া) তার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যন ও আমৃত্যু সভপতি মরহুম সমশের আলী ভুইয়ার কবরের পাশে তাকে শায়িত করা হয়।
তিনি ৭অক্টোবর সকাল ৬টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৭ বছর।
তিনি বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক তিনবারের উপজেলা পরষিদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বেলাব উপজেলার দলমত নির্বশেষে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাজনীতির অঙ্গনে শমসের জামান ভাইয়া রিটন ছিলেন বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। পরবর্তীতে জনগণের আস্থা ও ভালোবাসায় তিনবারের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বেলাববাসী ও রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবাররের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুসুল্লিরা ।দলমত নির্বিশেষ হাজার হাজার মুসুল্লী উপস্থিত হয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে শেষ বিদায় জানায়।