বিএনপিতে কোনো চাঁদাবাজ-ছিনতাইকারীর স্থান নেই : কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক সংগঠন। এখানে কোনো ছিনতাইকারী, চাঁদাবাজ বা খুনির আশ্রয়-প্রশ্রয়ের সুযোগ নেই। বিএনপি ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের দল।”
তিনি আরও বলেন, “দল বড় হলে মনোনয়নের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসার কোনো স্থান বিএনপিতে নেই। আগামী জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে অনুষ্ঠিত তারেক রহমান প্রণীত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “৩১ দফা হচ্ছে একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা, যা বাস্তবায়িত হলে দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিটি দফা গভীরভাবে অধ্যয়ন করে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার আহ্বান জানান এবং ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।