শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিতে কোনো চাঁদাবাজ-ছিনতাইকারীর স্থান নেই : কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম রায়পুরায় সরকারি সহযোগিতায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩জনের স্বাবলম্বিতার নতুন সূচনা রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুড়িকাঘাতের অভিযোগ নরসিংদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফকে অবাঞ্ছিত ঘোষনা করে একই মঞ্চে ৬ মনোনয়ন প্রত্যাশী লালন কন্যা নাসরিন আক্তার বিউটির জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার জোয়ার বাবার কবরের পাশে শাহিত হলেন বেলাব উপজেলার সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন নরসিংদীর মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন Hello world!

বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম

Reporter Name / ৩৭ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :

“শিক্ষার আলো, সবুজের হাতছানি- গড়বো মোরা সুন্দর আগামী” এই শ্লোগানকে সামনে রেখে সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম আয়োজন করেছে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, সহ-সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ এস.এম. শরীফ, সম্মানিত সদস্য আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই উপহার আমাদের পড়াশোনা ও পরিবেশ- দুটোকেই ভালোবাসতে শিখিয়েছে। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই এবং চাই, এমন আয়োজন নিয়মিত হোক।”

বিদ্যালয়ের শিক্ষক কবিরুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করে। প্রেস ফোরামের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”

সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন, “শিক্ষা ও পরিবেশ—দু’টোই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। প্রেস ফোরামের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সহ-সভাপতি মোস্তফা খান বলেন, “গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। এটি আমাদের সামাজিক বিনিয়োগও বটে। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাক।”

যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, সচেতন শিক্ষার্থীই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়বে। তাই এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রেরণার বার্তা।”

সাধারণ সম্পাদক হারুনূর রশিদ বলেন, “আমরা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নই, সমাজের ইতিবাচক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নেই। প্রেস ফোরামের সদস্যরা সমাজ পরিবর্তনের সহযাত্রী।”

কোষাধ্যক্ষ এস.এম. শরীফ বলেন, “প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও জোরদার হবে।”

সভাপতি খন্দকার আমির হোসেন বলেন, “আমরা চাই নরসিংদীর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন ছড়িয়ে পড়ুক। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আজকের এই আয়োজন।”

অনুষ্ঠান শেষে প্রেস ফোরামের সদস্যরা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং “সবুজ নরসিংদী” গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর