রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুড়িকাঘাতের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ছুড়িকাঘাত করে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা হয়।
ভোক্তভোগী পরিবারের অভিযোগ, কিছুদিন ধরে কিশোরী-কে প্রতিবেশী রাব্বি নামে এক ছেলে বাড়ির আশেপাশে পেলে বিরক্ত করতো। প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিল এবং পরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় কিশোরী প্রাইভেট পড়িয়ে বাড়ীতে ফেরার পথে ফাঁকা জায়গা পেয়ে পথ গতিরোধ করে রাব্বি। এ সময় কথাকাটির এক পর্যায়ে রাব্বি তার কোমড় থেকে একটি ছুড়ি বের করে মেয়েটির পেটে আঘাত করলে তার চিৎকারে আাশে পাশের লোকজন ও তার স্বজনরা ছুটে আসলে সে পালিয়ে যায়। মেয়েটিকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে স্বাস্থ্য কমেপ্লক্সেই চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে রাব্বির বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রাব্বির মা এ অভিযোগ অস্বীকার করে বলে তার ছেলে কখনো এ কাজ করেনি।
এ ঘটনায় আসামী রাব্বীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান রায়পুরা থানার এস আই হাফিজুর।