শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা বিএনপির সংগঠনের মেরুদণ্ড আব্দুর রহমান খোকন “বাবা, তুমি পারছো”- ছেলের সাফল্যের দিনে বাবার বুকভরা কান্না মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র, পুলিশের সঙ্গে সংঘর্ষ-ভাঙচুর-অগ্নিসংযোগ বিএনপিতে কোনো চাঁদাবাজ-ছিনতাইকারীর স্থান নেই : কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম রায়পুরায় সরকারি সহযোগিতায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩জনের স্বাবলম্বিতার নতুন সূচনা রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুড়িকাঘাতের অভিযোগ নরসিংদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফকে অবাঞ্ছিত ঘোষনা করে একই মঞ্চে ৬ মনোনয়ন প্রত্যাশী লালন কন্যা নাসরিন আক্তার বিউটির জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার জোয়ার

“বাবা, তুমি পারছো”- ছেলের সাফল্যের দিনে বাবার বুকভরা কান্না

Reporter Name / ১১ Time View
Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষার আনন্দে যখন দেশজুড়ে উৎসব, তখন এক বাবার ফেসবুক পোস্টে নেমে আসে নিস্তব্ধ শোকের ছায়া। সেই খুশির ভিড়ে এক পিতা লিখেছেন হৃদয়বিদারক স্ট্যাটাস, যা মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে অসংখ্য মানুষের হৃদয়।

নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা শেখ জলিল নামের এই বাবা লিখেছেন-
“বাবা তুমি পারছো।
প্লাবন এসএসসি পরীক্ষায় পাশ করেছে।
আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
অনেকেই পাশ করে আনন্দে মেতে আছে।
আমারও ছেলে পাশ করেছে- কিন্তু সে আজ আমার পাশে নেই।
মাত্র ৯ দিন আগে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে চিরশান্তির জগতে।
যে ছেলেকে বুকে জড়িয়ে বলতে চেয়েছিলাম ‘বাবা, তুমি পারছো!’,
আজ সেই কথাটাই বুকের ভেতর জমে রইল অপূর্ণ স্বপ্নের মতো…”

স্ট্যাটাসটি পড়েই চোখে জল এসে যায় হাজারো মানুষের। ছেলের সাফল্যের দিনে আনন্দ করার কথা থাকলেও, আজ সেই দিনটি শেখ জলিলের জীবনে আরও গভীর বেদনার হয়ে উঠেছে।

মাত্র নয় দিন আগে হারিয়েছেন তাঁর প্রাণপ্রিয় ছেলে প্লাবনকে। যে ছেলেটি আজ সাফল্যের শিখরে পৌঁছে গর্বের কারণ হতো, সে আজ পৃথিবীর কোথাও নেই- আছে কেবল বাবার হৃদয়ের গভীরে আর অশ্রুসিক্ত স্মৃতিতে।

স্থানীয়রা জানান, প্লাবন ছিলেন ভদ্র, মেধাবী ও সবার প্রিয় ছেলে। বন্ধু-বান্ধবের সঙ্গে তার হাসিখুশি উপস্থিতি সবার মন জয় করেছিল। আজ সেই বন্ধুরাই কাঁদছে তার স্মৃতিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট মুহূর্তেই সবার নজরে আসে। মানুষ মন্তব্যে লিখেছেন, “আল্লাহ প্লাবনকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আর শোকাহত বাবা-মাকে ধৈর্য দান করুন।”

খুশির দিনে বেদনার এমন গল্প মনে করিয়ে দেয়- প্রত্যেক সাফল্যের পেছনেই থাকে এক বাবা-মায়ের অশেষ ভালোবাসা, আর কখনও কখনও অপূর্ণ স্বপ্নের কান্না।

উল্লেখ, শেখ জলিল দৈনিক সমকাল পত্রিকার নরসিংদীর বেলাবো উপজেলা প্রতিনিধি ও বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর