রায়পুরা বিএনপির সংগঠনের মেরুদণ্ড আব্দুর রহমান খোকন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির রাজনীতিতে এক অনন্য নাম আব্দুর রহমান খোকন- যিনি সংগঠনের প্রাণপুরুষ হিসেবে সর্বস্তরের নেতাকর্মীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি শুধু একজন দক্ষ সংগঠকই নন, বরং একজন অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত সৈনিক, যিনি দলের সংকটকালীন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাহস ও প্রজ্ঞার সাথে।
দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, নিবেদন ও সংগঠনের প্রতি অটল নিষ্ঠা তাঁকে রায়পুরা উপজেলা বিএনপির সবচেয়ে নির্ভরযোগ্য নেতৃবৃন্দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুইবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে তিনি প্রমাণ করেছেন যে দায়িত্ব ও নেতৃত্ব একসাথে চলতে পারে- সততা ও কর্মদক্ষতার মেলবন্ধনে।
দলের কঠিন সময়েও যখন অনেকে পিছু হটেছেন, তখন আব্দুর রহমান খোকন অদম্য সাহস ও অটল বিশ্বাস নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা, ত্যাগ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা রায়পুরা উপজেলা বিএনপিকে নতুন করে গতিশীল করেছে।
রাজনীতির পাশাপাশি তিনি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে হয়েছেন একজন জননন্দিত মানুষ। তাঁর সহজ-সরল জীবনধারা, কর্মের প্রতি নিষ্ঠা ও মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে জনগণের কাছে প্রিয় করে তুলেছে।
স্থানীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন- “আব্দুর রহমান খোকনের মতো নিবেদিতপ্রাণ নেতা থাকলে রায়পুরা উপজেলা বিএনপি আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াবে, প্রাণ ফিরে পাবে তার আগের ঐতিহ্য।”