Headline :
এবার ঈদে রিলিজ হচ্ছে পারভীন লিসার “তুমি আমার মনের ভেতর” রায়পুরায় পূজা উদযাপন পরিষদ মির্জাপুর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অন্তর্জালে মুক্তি পেলো তরুণ সংগীত শিল্পী রনির গান “দিলে মারে ঝটকা” শীঘ্রই আসছে পলাশ-মিতু’র বিয়াই বিয়াইন সাইফুল বারীর কথায় কামরুজ্জামান রাব্বীর নতুন গান ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ রায়পুরায় হত্যা মামলার আসামীর বিরুদ্ধে বাদীপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আমি আপনাদের সেবা করতে এসেছি শাসন করতে নয়: লায়লা কানিজ লাকী কোন তরুণ-তরুণী আর কর্মহীন ও বেকার থাকবে না : পলক শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন
সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

আগুন লাগছে বাজারে

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন প্রতিবেদক :

বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবনে অনেক দুর্ভোগ নেমে এসেছে। বাজারের দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সম্প্রতি ‘বাজার গরম’ শিরোনামে একটি গান করেছিলেন আলোচিত গায়ক আলী হাসান।

গানটি জি সিরিজ থেকে প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। এর ঠিক এক বছর আগে এমন কোনো এক সময়ে মুক্তি পায় আলীর ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি। যে গান আপন করে নেয় পুরো বাংলাদেশ। ছোট থেকে বড় সব বয়সের মানুষের পছন্দের শিল্পী হয়ে ওঠেন আলী ও ‘ব্যবসার পরিস্থিতি’ টিম। এক বছর পর আবার ফিরে আসেন তারা। আলী হাসানের ‘বাজার গরম’ গান থেকে অনুপ্রেরিত হয়ে তরুণ গায়ক রাফিদ দেওয়ান নিয়ে এলেন ‘আগুন লাগছে বাজারে’ শিরোনামের নতুন একটি গান-ভিডিও। এর কথা ও ভিডিও পরিচালনা করেছেন গায়ক নিজেই।
ইশা খান দূরের সার্বিক তত্ত্বাবধানে ‘আগুন লাগছে বাজারে’ গানটিতে রাফিদ দেওয়ানের সঙ্গে যৌথভাবে গাওয়ার পাশাপাশি ভিডিওতে রয়েছেন ফারদিন শাকিব, সাজ্জাদ হোসেন শাওন, সাব্বির আহমেদ, সৌরভ মুহিয়ান, ফাহিম সাল্লু, প্রিন্স সাব্বির, তানিম আবরার প্রমুখ।

দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ্যে আসতেই একদিনের মাথায় ১০ লাখ মানুষের ভালোবাসায় জায়গা করে নেয়। এ গানটিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে করা গানটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

গানটি প্রসঙ্গে রাফিদ বলেন, আলী ভাইয়ের গানটি থেকে অনুপ্রেরিত হয়ে সময়ের বাস্তব চিত্র গানে গানে তুলে ধরার চেষ্টা করেছি। সবকিছুরই দাম বেড়েছ। আলী ভায়ের এক গানে তো সবকিছু তুলে ধরা সম্ভব হয়নি। তাই আমরা এ গানের মাধ্যমে অন্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু একদিনে ইউটিউবে ১০ লাখ মানুষের মনে জায়গা করে নিবে কল্পনাও করিনি। ফেসবুকেও গানটি ছড়িয়ে গেছে। দর্শকদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল