ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আসছে কন্ঠশিল্পী সালমার “চৈত্র মাসের খড়া”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

মো. মোস্তফা খান:

শীঘ্রই ভিন্ন রকম গান নিয়ে আসছেন “ক্লোজআপ ওয়ান তারকা” মৌসুমী আক্তার সালমা। “চৈত্র মাসের খড়া” নামের গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি। গানটি শীঘ্রই “জনি মিউজিক স্টেশন” jony music station নামে একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

মৌসুমী আক্তার সালমা আলোকিত খবর’কে বলেন, খুবই দারুন একটা গান এটি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।

গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি আলোকিত খবর’কে বলেন, সম্প্রতি আমার বেশ কয়েকটি গান চলমান রয়েছে। সবকটিই আগামীদিনগুলো পর্যায়ক্রমে রিলিজ হবে। চৈত্র মাসের খড়া গানটি শ্রোতাদের হ্নদয় ছুঁয়ে দিবে আমি আশাবাদী।

উল্লেখ্য, জহুরুল ইসলাম জনি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার ডাকপাড়া এলাকার মো. আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি ৪র্থ শ্রেণীতে পড়ার সময় মাত্র ১১বছর বয়সে এ সঙ্গীত জগতে পদার্পন করেন। সেই সময় থেকেই কবিতা লিখতো আর আপন মনে গান রচনা করে নিজেই গাইতো। পরবর্তি সময়ে অনেকগুলো ধাপ পেরিয়ে আজ তিনি স্বনামধন্য একজন গীতিকার ও সুরকারের মতো একটি স্থান দখল করে নিয়েছেন। তার রচিত আর সুরারোপিত গানে কন্ঠ দিয়েছেন দেশবরেণ্য অনেক কন্ঠ শিল্পী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসছে কন্ঠশিল্পী সালমার “চৈত্র মাসের খড়া”

আপডেট সময় : ০১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

মো. মোস্তফা খান:

শীঘ্রই ভিন্ন রকম গান নিয়ে আসছেন “ক্লোজআপ ওয়ান তারকা” মৌসুমী আক্তার সালমা। “চৈত্র মাসের খড়া” নামের গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি। গানটি শীঘ্রই “জনি মিউজিক স্টেশন” jony music station নামে একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

মৌসুমী আক্তার সালমা আলোকিত খবর’কে বলেন, খুবই দারুন একটা গান এটি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।

গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি আলোকিত খবর’কে বলেন, সম্প্রতি আমার বেশ কয়েকটি গান চলমান রয়েছে। সবকটিই আগামীদিনগুলো পর্যায়ক্রমে রিলিজ হবে। চৈত্র মাসের খড়া গানটি শ্রোতাদের হ্নদয় ছুঁয়ে দিবে আমি আশাবাদী।

উল্লেখ্য, জহুরুল ইসলাম জনি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার ডাকপাড়া এলাকার মো. আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি ৪র্থ শ্রেণীতে পড়ার সময় মাত্র ১১বছর বয়সে এ সঙ্গীত জগতে পদার্পন করেন। সেই সময় থেকেই কবিতা লিখতো আর আপন মনে গান রচনা করে নিজেই গাইতো। পরবর্তি সময়ে অনেকগুলো ধাপ পেরিয়ে আজ তিনি স্বনামধন্য একজন গীতিকার ও সুরকারের মতো একটি স্থান দখল করে নিয়েছেন। তার রচিত আর সুরারোপিত গানে কন্ঠ দিয়েছেন দেশবরেণ্য অনেক কন্ঠ শিল্পী।