ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি অফিসার হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন কৃষিবিদ নুসরাত জামান। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হলরুমে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাসের সভাপতিত্বে ও ডিকেআইবি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলী খানের সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, এসএপিপিও মীর মো. জাাকির হোসেন, ডিকেআইবি ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ