ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ব্লাড ফর লাইফ আগানগর ইউনিয়ন শাখা’র উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা পুরস্কার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩এপ্রিল) বিকাল সাড়ে আগানগর আনন্দ বাজার শহীদ মার্কেট মাঠে ব্লাড ফর লাইফ আগানগর ইউনিয়নের সভাপতি সাকিব আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, আগানগর ইউনিয়ন ব্লাড ফর লাইফ উপদেষ্টা আশিক তালুকদার, ব্লাড এসোসিয়েশন অব ভৈরব সমন্বয়ন রাজন আহমেদ রিপু, আগানগর ইউনিয়ন ব্লাড ফর লাইফ প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম রাব্বি, উপদেষ্টা মোঃ হুমায়ুন কবীর সহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অন্যান্য পুরষ্কার প্রধান করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।