সুমন হোসেন, যশোর:
যশোরের দুঃখ কবলিত ভবদহ জলাবদ্ধতার স্থায়ীভাবে সমাধানের জন্য ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী বলেন, আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে যশোরের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এ জনসভায় ভবদহ এলাকার হাজার হাজার মানুষের প্রতিবছর বৃষ্টির সময় দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে তুলে ধরতে চাই। আশাবাদী প্রাধানমন্ত্রীর আগমনে ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য ৬ দফা দাবির স্মারকলিপি টি উর্থাপন করা হবে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী, প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, বাবু অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, কার্তিক বকশী, রাজু আহমেদ, শেখর বিশ্বাস, দূর্গাচরন মল্লিক ও জুয়েল মৃধা সহ ভবদহ জলাবদ্ধ এলাকার শতাধিক নারী-পুরুষ।
Leave a Reply