রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নরসিংদীর রায়পুরায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩শ ৯৯জন। উপস্থিত ছিলেন ৬২৫৩ জন। অনুপস্থিত ১৪৬ জন। বহিস্কৃতের খবর পাওয়া যায় নি।
জানা গেছে, উপজেলায় ৮ টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন ও সহকারী কমিশনার ভূমি মো শফিকুল ইসলাম নির্বাহী হাকিমের দায়িত্ব পালন করে বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সামালমগীর আলম, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ।