Headline :
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা নবীনগরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন রায়পুরায় বর্ণাঢ‍্য আয়োজনে মোহনা টেলিভিশনের ‌প্রতিষ্ঠা বার্ষিকী পালন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রত্যেকটি বাহিনীকে তার পারিবারিক বাহিনীহিতে পরিনিত করেছিলো: আশরাফ আসছে স্বাধীন বাবুর কথা ও সুরে সালমার “মনের নাগর” দেশ পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত ভেড়ামারা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প লাবণ্য মিডিয়া হাউজের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা মিলন মেলা ২০২৪
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

রায়পুরায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় কমিটির মতবিনিময় সভা

এম.আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: / ২৫৪ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক ও শির্ক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

এসময় শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত খাতা কলম বিতরন করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে রায়পুরা চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি ও বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৫বারের সভাপতি বেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন এর পরিচালনায় এ সভা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য গোলাম বাকী, মো: জালাল উদ্দিন, আবু মোছা, শফিকুল ইসলাম, ইয়াসমিন আক্তার, মো: জাকির হোসেন জনি, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ছাদেকুল ইসলাম, মো: জিয়াউর রহমান, রোজী আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বেলাল আহমেদ বলেন, মানবিক না হলে প্রকৃত মানুষ হওয়া যায় না,মানবিক হলে সকলের কাছে যোগ্য মানুষ হিসেবে সম্মান পাওয়া যায়, ভাল মানুষই ভাল শিক্ষার্থী হতে পারে। দেশ ও জাতিকে ভাল কিছু দিতে হলে ভাল শিক্ষা অর্জন করতে হবে। শুদ্ধাচার ও উপস্থিতি পুরস্কার শিক্ষারমান উন্নয়নের লক্ষ্যে ঘোষনা করা হয়েছে।

সেরা শিক্ষকদের নগদ ৫ হাজার টাকা পুরস্কার সহ ক্রেষ্ট প্রদান,মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পোষাক সহ বিনা বেতন পড়াশোনা করানো হবে। এ বিদ্যালয় সারা দেশের মধ্যে শিক্ষার মান উন্নয়নের অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করবে শতভাগ আশাবাদী। ব্যাপক প্রস্তুতি নিয়ে আগামী বছর এ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উযাপন করা হবে, অনেক গুনীজন সংর্বধনা দেওয়া হবে।

স্কুলের চার দিকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে, এ বিদ্যালয়ের ৫তলা ভবন গত ২২ আগষ্ট নির্মানের টেন্ডার হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাদান করা হবে। যাদের প্রচেষ্টায় এ বিদ্যালয়ের ৫তলা ভবন নির্মান করতে সব ধরনের সহযোগিতা করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা হলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শিক্ষামন্ত্রী দিপু মনি ও প্রতিমন্ত্রী নওফেল,রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি,যুগ্ম সচিব মোকলেছুর রহমান সরকার,জেলা শিক্ষা প্রকৌশলী,উপজেলা নির্বাহী অফিসার সহ বাঁশগাড়ীর বিভিন্ন দপ্তরে নিয়োজিত কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category