1. mostafa0192@gmail.com : admin :
রায়পুরায় ২৬লাখ টাকা ডাকাতি মামলায় টাকা, মাইক্রোবাস, পুলিশের পোষাকসহ আটক ৫ - আলোকিত খবর
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
লাকসামকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা; ঘর পেলেন আরও ৭৩পরিবার নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা পলাশে ৯৫জন গৃহহীন পেল “স্বপ্নের ঠিকানা” ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো রায়পুরা উপজেলা বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতির পিতার জন্মবার্ষিকীতে কেক কাটলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদ মাহমুদাবাদ রাজিউদ্দিন রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন চরাঞ্চলে শিশু শিক্ষা নিয়ে কাজ করছে অধিকার প্রকল্প বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভৈরবে যুবলীগের উদ্যোগে খলিলুর রহমান লিমনের ১ম মৃত্যু বার্ষিক পালিত

রায়পুরায় ২৬লাখ টাকা ডাকাতি মামলায় টাকা, মাইক্রোবাস, পুলিশের পোষাকসহ আটক ৫

  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮ সময়

নরসিংদীর রায়পুরায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার ৭দিন পর ডাকাতি মামলার ০৫ জন আসামীকে ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট, ২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত নোহা গাড়ীসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রেস রিলিজে জানা যায়, গত ১৬/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান সাড়ে পাচ ঘটিকায় মোটরসাইকেল যোগে ভৈরব হইতে নিজ বাড়ি রায়পুরার উদ্দেশ্যে রওনা দেয় ভৈরবের ব্যবসায়ী আক্তার হোসেন। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানাধীন বীরশ্রেষ্ঠ মতিউর নগর উত্তর পাড়া ব্রীজের ১০০গজ দক্ষিনে পৌঁছাইলে একটি সাদা নোহা মাইক্রোবাস দিয়া ৩/৪ জন সিভিলে এবং ৩ জন পুলিশের পোষাক পরিহিত লোক মোঃ আক্তার হোসেকে আটকাইয়া এলোপাথাড়ী ভাবে মারধর করে প্রায় ২৭লাখ টাকাসহ ব্যাগ ছিনাইয়া নেয়। উক্ত ঘটনায় ১৯/০৬/২২ইং মোঃ আক্তার হোসেনের বড় ভাই মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, ব্যবসায়ী আক্তার হোসেন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে এবং ভৈরব হাবিব সুপার মার্কেটে মোবাইল ফোনের ব্যবসা ও পাশাপাশি হজ্ব এজেন্সীর সাথে কাজ করিয়া আসিতেছেন। ঘটনার দিন বিকাল অনুমান সাড়ে পাচ ঘটিকায় আক্তার হোসেন মার্কেটের দোকান বন্ধ করিয়া একটি ল্যাপটপের ব্যাগের ভিতরে থাকা ৫০টি ১০০ (একশত ) ইউএস ডলার নোট যাহা বাংলাদেশী টাকায় মূল্য ৪,৮৫,০০০/- (চার লক্ষ পঁচাশি হাজার) টাকা, ১৪০ টি ৫০০ (পাঁচশত) ও ১২ টি ১০০ (একশত) ১টি ৫০ (পঞ্চাশ) সৌদি রিয়াল মূল্যমানের নোট যাহা বাংলাদেশী টাকায় ১৮,২০,০০০/- (আটার লক্ষ বিশ হাজার) টাকা, ও ৩১,২০০/- (একত্রিশ হাজার দুইশত) টাকা, এবং ১৩০০/- (একহাজার তিনশত) টাকা =সর্বমোট ১৮,৫২,৫০০/- (আটার লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত) টাকা এবং বাংলাদেশী ২,১৭,০০০/- (দুই লক্ষ সতের হাজার) টাকা, যাহার ৪৩৪টি ৫০০ টাকার নোট, সর্বমোট ২৫,৮৫,৯০০/- (পঁচিশ লক্ষ পঁচাশি হাজার নয়শত) টাকা, এবং ২টি মোবাইল সেট নিয়া মোটরসাইকেল যোগে ভৈরব হইতে নিজ বাড়ি রায়পুরার উদ্দেশ্যে রওনা দেয়।

উক্ত ঘটনায় মামলা দায়েরের পরে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এর তত্বাবধানে ও দিকনির্দেশনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও ওসি ডিবি আবুল বাশার পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই মোঃ নজরুল ইসলাম, এস আই সাদেকুর রহমান সর্ঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্স সহ ইং ২৩/০৬/২২ তাং ব্রাক্ষনবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৫জনতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বাক্ষ্রনবাড়িয়া পশ্চিমমেড্ডার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮), মধ্যমেড্ডার ঝাড়– মুন্সীর ছেলে মোঃ রাজিব মিয়া (৩৩),পশ্চিমমেড্ডা (সিও অফিস) মজিবুর রহমানের ছেলে মোঃ শাহাজাহান মিয়া (৬০), নবীনগর উপজেলার নোয়াগ্রামের জালাল মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ নাজির আহম্মেদ (৫৮)।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা রায়পুরা থানার পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আছে মর্মে জানায়। অত্র ঘটনা সংক্রান্তে তদন্ত চলমান আছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরো নিউজ...